Home সারাদেশ চলতি মাসে বজ্রঝড়সহ শিলাবৃষ্টির পূর্বাভাস

চলতি মাসে বজ্রঝড়সহ শিলাবৃষ্টির পূর্বাভাস

বিজনেসটুডে২৪ ডেস্ক:

দেশজুড়ে শীতের তীব্রতা সামান্য কমেছে। কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ। চলতি মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কাও নেই।শীত যাওয়ার আগেই বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।

ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করে পাওয়া গেছে, দেশে এ মাসে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হবে। স্বাভাবিক বৃষ্টিপাত বলতে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা করে এ পরিমাপ করা হয়। যেমন ঢাকায় ৩১ মিলিমিটার, ময়মনসিংহ ২২, চট্টগ্রামে ২৪, সিলেটে ৩৪, রাজশাহী ১৮, রংপুরে ১০, খুলনা ৩৩ এবং বরিশালে ২৭ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত বলা হয়ে থাকে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন জানান, ফেব্রুয়ারিতে নদনদীর স্বাভাবিক প্রবাহ থাকবে। এছাড়া শেষ দিকে ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।