Home আকাশপথ পাকিস্তানের সঙ্গে ফ্লাইট চালুর আলোচনা

পাকিস্তানের সঙ্গে ফ্লাইট চালুর আলোচনা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এই ব্যাপারে হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমির্টোলায় বেবিচকের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এসময় দুই দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় চালু করা এবং দুই দেশের সিভিল এভিয়েশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

পাকিস্তানের সঙ্গে ২০১৯ সালের মার্চ থেকে দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।