বিজনেসটুডে২৪ ডেস্ক
ঢাকা: দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এই তথ্য জানয়েছেন।
তিনি জানান, বাংলাদেশের টিকাদানের ক্ষেত্রে প্রথম মাসের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে। তাই টিকাদান কর্মসূচির পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে। এ জন্য প্রথম মাসেই ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির বিষয় বিবেচনায় এনে সেটা পরিবর্তন করে প্রথম মাসে ৩৫ লাখ ডোজ দেওয়া হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে টিকা বিতরণ সম্পর্কিত একটি বৈঠক হয়েছে। বৈঠক থেকে এ সিদ্ধান্তের কথা জানানোর পর পরিকল্পনায় এ পরিবর্তন আনা হয়েছে বলে ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন।
এইব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে। নির্ধারিত সময়ে ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। টিকা নিতে সবাইকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ইতোমধ্যে ৫ শতাধিক মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তারা সবাই ভালো আছেন। ইতোমধ্যে সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায় পর্যন্ত পৌঁছে যাবে। ৭ ফেব্রুয়ারি সারাদেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, রাজধানীর জন্য চার লাখ ডোজ করোনার টিকা বরাদ্দ রয়েছে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকাগ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ।
তিনি বলেন, পরীক্ষামূলক প্রয়োগের পর গণহারে টিকা দেওয়া হবে। এরই মধ্যে জেলায় জেলায় পৌঁছে গেছে কোভিড টিকা।
এদিকে কোভ্যাক্স থেকে সোয়া এক কোটি ডোজ পেতে পারে বাংলাদেশ। আর সেটি জুন পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসের শেষে এই করোনা টিকার প্রথম চালান আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। আর তাদের এই তালিকার বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
তালিকা প্রকাশ করে বলা হয়েছে জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১২.৮ মিলিয়ন বা এক কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কোভিড-১৯ টিকা পেতে যাচ্ছে। এ ছাড়া ভারতকে ৯৭.২ মিলিয়ন, পাকিস্তানকে ১৭.২ মিলিয়ন, নাইজেরিয়াকে ১৬ মিলিয়ন, ইন্দোনেশিয়াকে ১৩.৭ মিলিয়ন ও ব্রাজিলকে ১০.৬ মিলিয়নসহ বিভিন্ন দেশকে বিভিন্ন পরিমাণে টিকা দেবে কোভ্যাক্স।