বিজনেসটুডে২৪ ডেস্ক:
নোয়াখালীর হাতিয়ার ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি চালবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারের মাঝিসহ সবাই জীবিত উদ্ধার।
বৃহস্পতিবার (০৪ফেব্রুয়ারি) ভোরে প্রবল স্রোতের কারণে ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আকরাম হোসেন জানান, হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য চেয়ারম্যান ঘাট থেকে মালবাহী এমভি আল্লাহরদান নামীয় একটি ট্রলার ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে কেরিংচর সংলগ্ন মেঘনায় নদীতে নিয়ে ডুবে যায়। এ সময় জেলেদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রলারের কবির মাঝিসহ সবাইকে জীবিত উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হাতিয়ার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য সরকারি চাল সরবরাহকারী ঠিকাদার সোনাপুরের তাজু কমিশনার চালগুলো ট্রলারে দিয়েছেন।