Home আইন-আদালত স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুনসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুনসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি:

* ক্ষুদ্রঋণ বিতরণ না করে ৪ কোটি টাকা আত্মসাৎ

অর্থ আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি ও সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (০৪ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ মামলাটি করেন।

চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলার অন্য আসামিরা হলেন- সচেতন সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জেসমিন রশিদ, সংস্থাটির সভাপতি হাসনা হেনা, সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের অ্যাডিশনাল এমডি মো. তারিকুল আজম ও একই ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এআরসিডি মো. আমিনুল ইসলাম, ব্যাংকটির প্রগতি সরণি শাখার সাবেক ম্যানেজার শোয়াইব মাহমুদ তুহিন, একই শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কথিত ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান সচেতন সাহায্য সংস্থার অনুকূলে এসওডি ঋণের নামে চার কোটি টাকা নিয়ে কোনো ক্ষুদ্রঋণ বিতরণ না করে ঋণের অর্থ স্থানান্তর করে আত্মসাৎ করে।

দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বলেন, ২০১৭ সালের ২১ নভেম্বর থেকে ২০১৮ সালে ৬ জুনের মধ্যে অর্থ আত্মসাতের এই ঘটনা ঘটেছে। আসামিরা দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।