বিজনেসটুডে২৪ ডেস্ক:
বাংলাদেশ ও তুর্কির যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ভারতের তিন জনপ্রিয় অভিনেতা। এদের একজন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা কবীর দোহান সিং। আরেকজন ভারতের বর্তমান সংসদ সদস্য রবি কিষান আর তৃতীয়জন হচ্ছেন প্রদীপ রাওয়াত। এরই মধ্যে তিনজনের সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনন্ত জলিল।
ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করবেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। সঙ্গে থাকবেন বর্ষাও। আর ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।
অনন্ত বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ ছবির বিষয়ে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
তিনি আরো বলেন, ‘আমি আগেই বলেছি– যে ছবিই নির্মাণ করি না কেন, সব সময় চমক থাকবে। সেটারই ধারাবাহিকতা এটি। ভারতীয় এ তিন অভিনেতার বিষয়টি চূড়ান্ত করেছি। শিগগির ছবিটির শুটিং শুরু করব।’
এই বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কবীর দোহান সিং বলেন, এটি আমার চল্লিশতম সিনেমা হতে যাচ্ছে। ছবিটির ৯৫ ভাগ শুটিং হবে তুর্কিতে এবং বাকী ৫ ভাগের শুটিং হবে ঢাকাতে। আমি ছবিতে খল-নায়ক চরিত্রে অভিনয় করছি, যে কিনা একজন সন্ত্রাসী হয়ে বিভিন্ন কলকাঠি নাড়ে।