ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সঞ্চয়ী হিসাবের নিয়ম ও সেবা আগের মতোই থাকছে। সঞ্চয়ী হিসাবধারী গ্রাহকদের দুটি ভাগে ভাগ করে ন্যূনতম আমানত ভিন্ন ভিন্ন রাখার শর্তে আলাদা রকম সেবা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল ব্যাংকটি।
গ্রাহকদের ইচ্ছা জানতে চেয়ে ব্যাংকের শাখাসমূহ থেকে কিছু কিছু গ্রাহকদের কাছে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।
তবে গ্রাহকদের ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংক কর্তৃপক্ষ। সঞ্চয়ী হিসাবে এখন আগের মতোই ন্যূনতম ৫০০ টাকা থাকলেই অ্যাকাউন্টটি সচল থাকবে এবং একইরকম সেবা পাওয়া যাবে। ন্যূনতম আমানত পাঁচ হাজার টাকা রেখে ও বাড়তি কিছু সুবিধা দিয়ে ‘সেভিং ডিপোজিট প্লাস’ নামে নতুন যে সেবাটি চালু করতে চেয়েছিল ডাচ বাংলা ব্যাংক আপাতত সেটি আর হচ্ছে না।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) ডাচ-বাংলা ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মানিত গ্রাহকদের মধ্যে যারা ইতোমধ্যে পত্র পেয়েছেন তাদেরকে ওই পত্রটি বিবেচনায় না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
-সংবাদ বিজ্ঞপ্তি।