বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বন্দরের জিসিবি এলাকায় ৬ কন্টেইনার বার্থে আগামী ৫ বছরের জন্য অপারেটর নিয়োগের দরপত্রের ব্যাপারে যা ধারণা করা হয়েছিল সেটাই হয়েছে। এবারও আগের মত হতে যাচ্ছে।
৬টি লটে বিদ্যমান সেই ৬ অপারেটর এবং একমাত্র টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেড ছাড়া আর কোন প্রতিষ্ঠান দরপত্রে অংশ গ্রহণ করতে পারেনি। সোমবার ৮ ফেব্রুয়ারি ছিল দরপত্র জমা দেয়ার শেষ দিন। ‘সিঙ্গেল স্টেজ টু এনভেলপ’ পদ্ধতিতে আহূত দরপত্র জমা করার শেষ সময় অতিক্রান্ত হওয়ার পর খোলা হয়েছে টেকনিক্যাল অফার।
দরপত্র ডকুমেন্টস এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এদের বাইরের কোন প্রতিষ্ঠানের অংশ গ্রহণের সুযোগ না হয়। সরকারি ক্রয় নীতিমালা ( পিপিআর ) অনুসরণ এবং অভিজ্ঞতার নামে আসলে কি হচ্ছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ (দুদক ) এর মাধ্যমে তদন্ত হলে প্রকৃত তথ্য উদঘাটিত হবে বলে অভিমত বন্দর ব্যবহারকারীদের।
২১ টি দরপত্র কেনা হয়েছিল। বন্দর সূত্রে জানা গেছে, ৬টি লটে ১৪ টি দরপত্র পেশ হয়েছে। বিদ্যমান ৬ অপারেটর প্রতিষ্ঠান এবং একমাত্র টার্মিনাল অপারেটর দু’টি করে লটে দরপত্র জমা দিয়েছে। কেবল মাত্র এক নম্বর লট এবং ৫ নম্বর লট ছাড়া অপর চারটি লটে মাত্র দু’টি করে দরপত্র বর্তমান অপারেটরদের। সাইফপাওয়ারটেক লিমিটেড এক নম্বর লট এবং ৫ নম্বর লটে দরপত্র দেয়ায় এ দু’টিতে তিনটি করে টেন্ডার।
কোন বার্থে কোন কোন প্রতিষ্ঠান
৬ নম্বর বার্থ: এফকিউ খান এন্ড ব্রাদার্স, ফজলীসন্স লিমিটেড, সাইফপাওয়ারটেক লিমিটেড।
৯ নম্বর বার্থ: এফকিউ খান এন্ড ব্রাদার্স এবং ফজলীসন্স লিমিটেড।
১০ নম্বর বার্থ: বশির আহমেদ এন্ড কোম্পানি লিমিটেড এবং মেসার্স এ এন্ডজে ট্রেডার্স।
১১ নম্বর বার্থ: বশির আহমেদ এন্ড কোম্পানি লিমিটেড এবং মেসার্স এ এন্ডজে ট্রেডার্স।
১২ নম্বর বার্থ: এভারেস্ট পোর্ট সার্ভিসেস, এমএইচ চৌধুরী লিমিটেড এবং সাইফপাওয়ারটেক লিমিটেড।
১৩ নম্বর বার্থ: এভারেস্ট পোর্ট সার্ভিসেস, এমএইচ চৌধুরী লিমিটেড।