Home আইন-আদালত অবশেষে আদালতে নেতানিয়াহু

অবশেষে আদালতে নেতানিয়াহু

বিজনেসটুডে২৪ ডেস্ক

অবশেষে আদালতে উপস্থিত হলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যান নেতানিয়াহু।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) জেরুজালেমের আদালতে দুর্নীতি মামলার শুনানি হয়, সেখানেই উপস্থিত হন ইসরাইলের প্রধানমন্ত্রী।

এসময় আদালত প্রাঙ্গণের বাইরে অবস্থান নেন সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা। নেতানিয়াহু বিরোধীদের স্লোগানে স্লোগানে সরব জেরুজালেমের আদালত প্রাঙ্গন।

দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন না নেতানিয়াহু, এমন দাবিতে গেল সাত মাস ধরে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা। গেল বছর দুর্নীতি, ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

সোমবার সকাল থেকেই নেতানিয়াহুর আদালতে যাওয়াকে কেন্দ্র করে ইসরাইলি বাহিনীর কড়া নিরাপত্তায় ঢাকা থাকে গোটা জেরুজালেম। আদালত এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী। তারপরও বিক্ষোভকারীরা নিজেদের আন্দোলন চালিয়ে যান।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা নতুন রুলে ইসরাইলের দখলকৃত পশ্চিমতীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমকে ওই আদালতের এখতিয়ারের মধ্যে নেয়ার ঘোষণা দেয়া হলেও তা অস্বীকার করেছেন নেতানিয়াহু। ইসরাইল আইসিসি’র সদস্য না হওয়ায় দেশটি এই বিচারিক এখতিয়ার প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ‘আদালতের এই সিদ্ধান্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নাগরিকদের রক্ষা করার অধিকারকে বাধাগ্রস্ত করবে।’

অপরদিকে আসন্ন ২৩ মার্চ ইসরাইলের জাতীয় নির্বাচন।এ মামলার কারণে ব্যাপকভাবে কমছে নেতানিয়াহুর জনপ্রিয়তা। নতুন মার্কিন প্রশাসনের কাছে ট্রাম্প সরকারের মতো তিনি সুবিধা পাবেন না বলে ধারণা বিশ্লেষকদের। ফলে আসন্ন নির্বাচনে তিনি ক্ষমতা হারাতে পারেন বলেও মনে করছেন বিশ্লেষকরা।