মস্কো : ক্রমশ চাহিদা বাড়ছে রুশ টিকা স্পুটনিক-ভি’র। করোনা ভাইরাসের মোকাবিলায় করে অন্তত ১৯টি দেশ ইতিমধ্যে ওই টিকা পাওয়ার জন্য আবেদন করেছে। স্পুটনিক-ভি টিকার নিরাপত্তা ও কার্যকারিতা বিষয়ে পিয়ার রিভিউয়ের মূল্যায়ন আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তা নিয়ে আগ্রহ হইহই করে বাড়ছে বলে খবর। কোনও একটি গবেষণা বা পরীক্ষার ফলাফল সম্পর্কে নিরপেক্ষ ও পেশাদার বিশেষজ্ঞদের মূল্যায়ন পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করা হয়। ল্যানসেটে প্রকাশিত পিয়ার রিভিউয়ের মূল্যায়নে স্পুটনিক-ভি’কে ৯১.৪ শতাংশ কার্যকর বলে মেনে নেওয়ার পর ওই টিকার চাহিদা বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপ, আমেরিকা কিংবা চিনে তৈরি করোনা টিকার চেয়ে রুশ টিকা বেশি কার্যকর বলেও ল্যানসেটের রিপোর্টে বলা হয়েছে। ইউরোপের হাঙ্গেরি, লাতিন আমেরিকার ব্রাজিল, দক্ষিণ এশিয়ার ভারত সহ ১৯টি দেশ স্পুটনিক-ভি পেতে চেয়েছে।
সূত্রের খবর, রুশ প্রতিরক্ষা দপ্তর, সেই দেশের সার্বভৌম প্রত্যক্ষ বিনিয়োগ তহবিল এবং মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি ওই টিকা নিয়ে খুব শীঘ্রই ভারতে ব্রিজ পরীক্ষা শুরু করছে ডক্টর রেড্ডির সংস্থা। ৯১.৪ শতাংশ কার্যকর এই টিকা আগামী মার্চে ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে বলেও আশা করা হচ্ছে। এই টিকার ২০ কোটি ডোজ তৈরি করার কথা আছে রেড্ডির। দাম পড়বে প্রতি ডোজ ১০ ডলারের নীচে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক