বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: টিকাদান কর্মসূচীর ধারাবাহিকতায় কর্মসূচি শুরুর দুই দিন পর টিকার আওতায় আসছেন পুলিশ সদস্যরাও। বন্দর নগরীতে মঙ্গলবার তাদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন নিচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়া পুলিশ লাইনসে ২০০ জন পুলিশ সদস্যকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রথম দিনে সিএমপির ২০০ সদস্য ভ্যাকসিন নেবেন। পর্যায়ক্রমে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের দেওয়া হবে।’
এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএমপির প্রায় প্রায় সাতশরও বেশি সদস্য। মারা গেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ মোট ৬ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন।