Home খেলাধুলা বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। একইসময় ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ রয়েছে টাইগারদের। তাই ধারণা করছে, বিশ্বকাপের ঠিক আগে এই দুই দেশকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ।

গেল বছরের এপ্রিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একটি টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফর করার কথা ছিল অজিদের। করোনা ভাইরাসের কারণে সফরটি স্থগিত করা হয়। এখনি সেই সফরটি আলোর মুখ দেখছে না। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে এ বছরের এপ্রিলে।

এদিকে ২০২০ টি-টোয়েন্টি ওয়াল্ডকাপ অস্ট্রেলিয়ায় হবার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে সেটিও স্থগিত করা হয় তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে। সেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফলে ২০১৭ সালের পর আবারো বাংলাদেশ সফর করবে তাঁরা। তবে এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে কোন টেস্ট ম্যাচ খেলবে না স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। সেক্ষেত্রে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অ্যারন ফিঞ্চের দল তবে টি-টোয়েন্টি সিরিজটি কত ম্যাচের তা এখনো নিশ্চিত নয়।

এদিকে ৩টি টি-টোয়েন্টি এবং একই সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলতে এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ আসার কথা রয়েছে ইংলিশদের। তাই ধারণা করছে সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে দেশের মাটিতে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হতে পারে।