Home আইন-আদালত চকমালঞ্চে চরম নোংরা পরিবেশ

চকমালঞ্চে চরম নোংরা পরিবেশ

৫০ হাজার টাকা জরিমানা

নগরীর চকবাজার এলাকার চক মালঞ্চ হোটেলে চরম নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অপরাধেলালচাঁদ রোডের হাজী ফয়েজ বেকারিকে ২০ হাজার টাকা এবং রাতুল কিচেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
এছাড়া অননু‌মো‌দিত ফ্লেভার ও ওষুধ বিক্রির অভিযোগে আরো ১ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-বায়েজিদ থানার শেরশাহ বাজারের মেসার্স জহুর ফার্মেসীকে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে বায়েজিদ ও চকবাজার থানা এলাকায় পৃথক পৃথক এ অভিযান চালানো হয়।
এ‌পি‌বিএন, ৯ এর সহায়তায়, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ্, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। 

-সংবাদ বিজ্ঞপ্তি