বিজনেসটুডে২৪ প্রতিনিধি: চট্টগ্রাম: সিএমএসএমই নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় ও প্রদর্শনী উপলক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের সাথে সেমিনারে সিএমএসএমই ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী বলেন, মহিলা উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিতে পারে না। অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। আমরা আমাদের টাকায় ব্যবসা করি, জামাইয়ের টাকায় নয়। ব্যাংক কর্মকর্তারা তেলের মাথায় তেল দেয়, কিন্তু আমাদের মতো উদ্যোক্তাদের ঋণ দেয় না। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় হোটেল আগ্রাবাদে মহিলা উদ্যোক্তাদের উপর কোভিড ১৯ এর প্রভাবঃ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সিএমএসএমই পরিচালক রেবেকা নাসরিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, নারীরাই দেশ গঠনের জন্য অগ্রণী ভুমিকা পালন করে। করোনার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনেক উদ্যোক্তা সল্প ঋণ পেলে হয়তো ব্যবসা টিকিয়ে রাখতে পারতো কিন্তু কিছু কিছু ব্যাংক থেকে তেমন কোনো সহযোগিতা সহযোগিতা পাওয়া যায়নি। মুক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. আহমদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার। প্রধান অতিথি বলেন, নারীরা যেনো সহজে লোন পায় তার জন্য বাংলাদেশ সরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ওমেন চেম্বারের সাথে ব্যাংকের সব সময় মধুর সম্পর্ক থাকে। তারপরও নারী উদ্যোক্তাদের লোন নিতে যে সমস্যা গুলো হচ্ছে তা ইনটারপার্সোনাল কমিনিউকেশনের মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, ২২ ফেব্রুয়ারি আমাদের ব্যাংকারদের আলোচনা সভা হবে। ওই সভায় নারী উদ্যোক্তাদের সমস্যা গুলো নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় আরও অংশগ্রহণ করেন সিটি ব্যাংকের ক্লাসটার ম্যানেজার সাফকাত,সিএমএসএমই পরিচালক নূসহাত নূয়েরী, রোজিনা আক্তার লিপি, শাহেলা আবেদীন, সদস্য বেবী হাসান, প্রাক্তন পরিচালক লুৎফা সানজিদা, কাজী তুহিনা আক্তার, এফএজিএম অনিবার্ণ সরকার। |