Home Second Lead ১০০ দিনের কর্মকৌশল চূড়ান্ত: সিটি মেয়র

১০০ দিনের কর্মকৌশল চূড়ান্ত: সিটি মেয়র

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধাঞ্জলি



চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম. রেজাউল করিম চৌধুরী এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত কাউন্সিরলরবৃন্দ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিুবর রহমানের কবর জিয়ারত ও মুনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সেখান উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে যাওয়া দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। মেয়র রেজাউল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জলাবদ্ধতা নিরসনসহ জনগুরুত্বপুর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমার কার্যদিবসের প্রথম ১০০ দিনের মধ্যে বেশ কিছু জরুরী সেবামুলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার কৌশল নির্ধারিত করেছি। আশাকরি চট্টগ্রাম নগরবাসী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করবেন। আমি আরো আশাকরি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তা চট্টগ্রামের ক্ষেত্রেও গুরুত্বপুর্ণ ও বিবেচ্য বিষয় বিধায় চট্টগ্রাম নগরবাসী শেখ হাসিনার পাশে থাকবেন এবং তাঁর হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত ও প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন।

তিনি চসিক নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঐক্যই আমাদের শক্তির ভিত্তি তাই বিভেদ-বিভাজনের কোন অবকাশ নেই। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন সহ দলীয় শীর্ষ নেতা, মহানগর আওয়ামী লীগের সভাপতি মন্তলীর সদস্য, সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।