বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে সেরা গার্লস গ্রুপ মেকাপ শেকাপ’র এডমিন জুহি চৌধুরীর আয়োজনে দুই দিন ব্যাপী ‘লাইফ স্টাইল এন্ড ফ্যাশন ফেষ্টিবল’ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে জমে উঠেছে। সকাল ১০ টা থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
শনিবার(১৩ফেব্রুয়ারি) রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হল সংলগ্ন লবীতে সরজমিনে দেখা যায়, ঢাকা, চট্টগ্রাম, ভারত, পাকিস্থান, কাশ্মীর, দুবাইয়ের ২৭টি স্বনামধন্য স্টলে বিকিকিনি চলছে। মেলায় পাওযা যায় দেশি বিদেশি ড্রেস, জুতা, স্ক্রিন কেয়ার, মেকাপ, হোম ডেকর, হিজাব আভায়া ইত্যাদি। ঢাকা-চট্টগ্রামের নামকরা ডিজাইনারদের তৈরি পোশাক ও আকর্ষণীয় সব পণ্যে আছে এ মেলায়। প্রায় প্রতিটি স্টলে কাস্টমাররা ভিড় করছে। পছন্দ অনুযায়ী যে যার মতো করে পণ্য কিনছেন। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে এই আয়োজন।
মেলায় আসা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী রেশমি জানান, করোনার পরবর্তী সময়ে এমন মেলা সত্যি অসাধারণ। প্রয়োজনীয় সকল পণ্য এখান থেকে কিনতে পারছি। খুব অল্প প্রাইজে হাতে বিভিন্ন রকমের মেহেদীর ডিজাইন করা যায়।
আর এ বুটিক্স এর কর্ণধার মাহাবুবা সুলতানা জানান, প্রায় ৭ বছর ধরে তিনি চট্টগ্রাম ভিত্তিক অনলাইনে বিভিন্ন ডিজাইনের পণ্য বিক্রি করে আসছে। করোনার সময় কিছুটা ক্ষতির মুখে পড়লেও বর্তমানে এমন এক্সিবিউশনের কারণে আবারও আগের রুপে ফিরে আসছে ব্যবসা। মেলার প্রথম দিন প্রায় লাখ টাকার মত বিক্রি হয়েছে। মেলার শেষের দিন ২ থেকে ৩ লাখ টাকা বিক্রির আশা করছি।
তিনি আরও বলেন, ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে সকল পণ্য তুলেছি। বেশির ভাগ পণ্য ইন্ডিয়া ও পাকিস্তান থেকে এনে নিজেই ডিজাইন করি। তাই কাস্টমারের পছন্দের তালিকায় আমার পণ্যগুলো অন্যান্য মাত্রা যোগ করছে। আসছে মাসে স্যানমার শপিং সেন্টারে বড় পরিসরে বুটিক্স হাউস উদ্বোধন হচ্ছে।
মেকাপ শেকাপ’র এডমিন জুহি চৌধুরী বলেন, সব সময় চেষ্টা করি সেরা আয়োজন উপহার দেয়ার জন্য। বরাবরের মতো এবারও ব্যপক সাড়া পাচ্ছি। আজ রাত ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পর্দা নামবে এই মেলার।
মেলার টাইটেল স্পন্সর কনফিডেন্স সল্ট লিমিটেড. স্পন্সর পার্টনার কাশ্মিরী বিউটি বাই জিনিয়াথ, বিউটি বাফেট পার্লার, সাফরন ক্রোকাস, ফুডফেক্স, দৈনিক আজাদী ও দৈনিক সাঙ্গু, ইভেন্ট পার্টনার ক্রিয়েটিভ হাউজ, ফটোগ্রাফি আর্টল্যান্ড।