বিজনেসটুডে২৪ ডেস্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ইমার্জেন্সি ইউজ অর্থোরাইজেশন ছাড়পত্র পেয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি দুইটি কিট উৎপাদনের জন্য এই ছাড়পত্র পেয়েছে।
কোম্পানিটি ৯ ফেব্রুয়ারি এই ছাড়পত্র পেয়েছে। এএফসি অ্যাগ্রো দুইটি কিটস উৎপাদন করবে। ১. এএফসি ডিটেক nCoV RT-PCR কিট এবং ২. এএফসি AFCPrep Viral RNA Extraction কিট।
কোম্পানিটি জানায়, এখন খুব শিগগিরই কিট দুইটি উৎপাদন শুরু করবে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।