ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি দেশের শীর্ষ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকও (এমডি)।
গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের নির্বাহী বৈঠকে তাকে নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
২০২০ সালের ১ জুলাই শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মৃত্যুতে আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্টের পদটি শূন্য হয়। এ কে আজাদ এ পদে তার স্থলাভিষিক্ত হলেন।
এ কে আজাদের নেতৃত্বে হা-মীম গ্রুপ বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্প্রসারণে সাফল্য অর্জন করেছে। এ ছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি হিসাবে দেশের শিল্প খাতের উন্নয়নে নীতিনির্ধারণে অবদান রেখেছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক সমকাল-এর প্রতিষ্ঠাতা।
এ কে আজাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক।