বিজনেসটুডে২৪ ডেস্ক
নাট্যনির্মাতা তপু খানের প্রথম সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে অভিনয় করবেন ঢালিউড কিং শাকিব খান এবং শবনম বুবলী।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেঁজগাও এর আরটিভি স্টুডিওতে শাকিব খান, বুবলীর সঙ্গে ছবিটির সাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পরিচালক বলেন, স্বপ্ন ছিল শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর। সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সঙ্গে বুবলীকে পেয়েছি। মন থেকে ভালো সিনেমা বানাতে চাই।আগামী ২০ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে।
শাকিব খান জানান, বেঙ্গল মাল্টিমিডিয়া এমন চমৎকারভাবে সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এ সিনেমাটি হবে একদম সময়োপযোগী ও একেবারে নতুন কনসেপ্টে।