Home আন্তর্জাতিক ব্রিটিশ রাজপুত্র হাসপাতালে

ব্রিটিশ রাজপুত্র হাসপাতালে

বিজনেসটুডে২৪ ডেস্ক

অসুস্থবোধ করায় ৯৯ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্র প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থা গুরুতর না হলেও তাকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্যালেসের একটি সূত্র ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজকে জানিয়েছে, ব্রিটিশ রাজপুত্র গাড়িতে চড়েই হাসপাতালে গেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি সেখানে ভর্তি হয়েছেন। কয়েকদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন প্রিন্স ফিলিপ।

সূত্রটি জানিয়েছে, ব্রিটিশ রাজপুত্র বেশ কিছুদিন থেকেই অসুস্থবোধ করছিলেন। তবে সেটি করোনা ভাইরাসজনিত কোনো কারণ নয়।

প্রিন্স ফিলিপ ও তার স্ত্রী রানি এলিজাবেথ করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউনের সময়টা ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদেই কাটাচ্ছিলেন। গেল মাসে ব্যক্তিগত চিকিৎসকের সাহায্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন এ দম্পতি।

প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হলেও ৯৪ বছর বয়সী রাণী এলিজাবেথ উইন্ডসরেই রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়াটি।
-খবর বিবিসি