Home Third Lead ডব্লিউটিও’র শীর্ষপদে নারী

ডব্লিউটিও’র শীর্ষপদে নারী

এনগজি ওকাঞ্জো-আইওয়েলা

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র শীর্ষপদে নারী। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার অর্থনীতিবিদ এনগজি ওকাঞ্জো-আইওয়েলা ডব্লিউটিও-র প্রধান হয়েছেন। এই প্রথম কোনও নারী বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হলেন। এনগজি ২৫ বছর বিশ্ব ব্যাংকে কাজ করেছেন। এছাড়া নাইজেরিয়ার অর্থ ও বিদেশমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।

৬৬ বছর বয়সি ডব্লিউটিও-র প্রধান এনগজি ওকাঞ্জো-আইওয়েলা জানান, করোনার ফলে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে। বেশিরভাগ দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই ধাক্কা কাটিয়ে ওঠাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। বিশ্ব বাণিজ্য সংস্থার নবনির্বাচিত মহিলা প্রধান আরও জানিয়েছেন, বিশ্ব অর্থনীতি যাতে চাঙ্গা হয়, সেজন্য তিনি কাজ করবেন।

-বিজনেসটুডে২৪ ডেস্ক