Home জাতীয় অসাম্প্রদায়িক চেতনা বিকাশে তার অবদান স্মরণীয় : রাষ্ট্রপতি

অসাম্প্রদায়িক চেতনা বিকাশে তার অবদান স্মরণীয় : রাষ্ট্রপতি

এটিএম শামসুজ্জামান

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’ শোকবার্তায় প্রয়াতের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

এর আগে আজ শনিবার সকালে সূত্রাপুরের বাসায় এটিএম শামসুজ্জামানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

দীর্ঘ রোগভোগের পর আজ শনিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান এ বর্ষীয়ান অভিনেতা। যিনি শুধু অভিনেতাই নন, দেশের নাটক-সিনেমার চিত্রনাট্য ও নির্মাণ ইতিহাসের সিংহভাগ এলাকাজুড়ে শাসন করেছেন দীর্ঘ সময় নিয়ে- আপন দক্ষতায়।