Home চট্টগ্রাম ভিক্ষু শরণাংকর’র প্রবেশ ঠেকাতে মানববন্ধন

ভিক্ষু শরণাংকর’র প্রবেশ ঠেকাতে মানববন্ধন

বিজনেসটুডে২৪প্রতিনিধি

চট্টগ্রামঃ জেলার রাঙ্গুনিয়ায় বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’র প্রবেশ ঠেকাতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ফলাহারিয়া এলাকাবাসী। 
নানান ঘটনায় বিতর্ক জন্ম দেয়া এই ভিক্ষুর ফলাহারিয়া জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধ বিহারে প্রবেশ ঠেকাতে এলাকার সকল ধর্মের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন। শরণাংকর থের রাঙ্গুনিয়ায় প্রবেশের পাঁয়তারা চালানোর খবরে লাঠিসোটা হাতে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করছে স্থানীয়রা। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে অতিরিক্তি পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।  
ফলাহারিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ধর্মাবলম্বিরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্য অবস্থানের উদাহরণ সৃষ্টিকারী রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের বাসিন্দারা জীবন দিয়ে হলেও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে শতাধিক একর বনের জায়গা দখলকারী শরণাংকর ভিক্ষুর প্রবেশ ঠেকানোর জন্য বিক্ষেভ সমাবেশের ঘোষণা দেন।  
স্থানীয় মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি মুহাম্মদ বদিউজ্জামান বদি। বিশেষ অতিথির বক্তব্য দেন মো. শাহজাহান মেম্বার, মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, সাঈদ মোহাম্মদ রনি, টিটু বড়ুয়া, বিধান বড়ুয়া, বিধু বড়ুয়া, অলক বড়ুয়া, সুধীর কান্তি শীল, মাওলানা জিয়াউর রহমান, প্রিয়তোষ কান্তি দে, মোহাম্মদ সেলিম, মো. আকতার হোসেন, মো. আক্কাস মিয়া, সঞ্জয় দে ভুট্টো, সানাউল্লাহ মেম্বার, মহি উদ্দিন রানা, আব্দুল কাইয়ুম প্রমুখ।


বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জ্ঞানশরণ মহারণ্য অভিমূখে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশি বাঁধায় মাঝপথেই মিছিল শেষ হয়।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে শরণাংকর ভিক্ষুর আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর আগে আবারও অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিলে তার অনুসারীদের হাতে মারধরের শিকার হয়েছিল তিন বনকর্মী। এভাবে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’র বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি, ধর্মের নামে সরকারি বনভূমি উজাড়, জোরপূর্বক নীরিহ মানুষের জায়গা-জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ, ফলজ গাছ কর্তন, হিন্দু সম্প্রদায়ের শ্মশান দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিতর্কিত কর্মকান্ডে তার বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে বলে জানা যায়। শরণাংকর ভিক্ষুকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রায় ৮ মাস ধরে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ