Home Second Lead কক্সবাজারে ৪৫০ হোটেল অগ্রিম বুকিং

কক্সবাজারে ৪৫০ হোটেল অগ্রিম বুকিং

ছবি- সংগৃহীত

পর্যটকের ভিড়ে মুখর কক্সবাজার

বিজনেসটুডে২৪ প্রতিনিধিঃ

কক্সবাজারঃ সাপ্তাহিক ছুটির সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সরকারি ছুটি মিলে টানা তিন দিনের ছুটির কারণে ভ্রমণপিপাসু মানুষের ভিড় জমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কানায় কানায় ভরে উঠেছে এই পর্যটন শহরের হোটেল-মোটেল বা রেস্ট হাউজগুলো।

প্রায় এক বছর ধরে চলা মহামারীকালীন নানান বিধিনিষেধের সাথে লকডাউনে ঘরবন্দী মানুষের আবারো কর্মব্যস্ত হয়ে পড়ার মাঝে অবকাশের সুবর্ণ সুযোগ হয়ে এসেছে টানা তিন দিনের এই ছুটি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি। সুযোগটা কোনভাবেই যেন হাতছাড়া করতে নারাজ ভ্রমণপিপাসুরা।

পরিবার পরিজন নিয়ে তিন দিনের এই ছুটি উপভোগ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন কয়েক লাখ পর্যটক। কয়েকদিন আগে থেকেই প্রায় দেড় লাখ মানুষের রাত্রিযাপনের সক্ষমতা সম্পন্ন প্রায় সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল ও রেস্ট হাউজ অগ্রীম বুকিং হয়ে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিশ্বের দীর্ঘতম এই বালুকাময় সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে পর্যটন স্পটগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশিপাশি মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোভিড-১৯ সংক্রমণ রোধে স্বাস্থবিধি মানতে সচেতনতামূলক মাইকিংইয়ের পাশাপাশি তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। পর্যটকদের সুবিধার্থে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলীসহ ১১টি পয়েন্টে স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র।