নয়ন দাস
কুড়িগ্রামঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে ঘিরে কুড়িগ্রামে বেড়েছে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা। কুড়িগ্রামের কলেজ মোড় এলাকায় ফুলের দোকানগুলোতে দেখা মিলছে উপচে পড়া ভিড়। করোনাকালীনও মানুষের মধ্যে ছিল না তেমন ভীতি। শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর জন্য ফুলেল বেদী বানানোর অর্ডার দিচ্ছেন মানুষজন ।
২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের দাম একটু বেশি হলেও ক্রেতার কমতি নেই পাইকারি এবং খুচরা দোকানগুলোতে। প্রতিটি গোলাপ ১০ থেকে ১৫ টাকা, রজনীগন্ধার প্রতিটি ডাল ১৫ থেকে ২০ টাকা, গাঁদা ফুল ১০০টি ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে । ফুলের দাম কিছুটা বাড়তি থাকার কারণে ব্যবসায়ীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক। চাহিদার তুলনায় ফুল সরবরাহে ঘাটতি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রাম কলেজ মোড়ে ফুলের দোকানে সকাল থেকে রাত অবধি ফুল কেনাবেচা হচ্ছে। করোনাকালীন ফুলের ব্যবসা ঝিমিয়ে পড়লেও শহীদ দিবস ও ভাষা দিবস কেন্দ্রিক ফুলের মার্কেট জমে ওঠেছে। মিম পুস্পলায় নামের ফুলের দোকানের মালিক নাহিদ হাসান সুজন জানান, ‘করোনার কালে সীমিত পরিসরে সব কিছু খুলে দেওয়ার পরও ফুলের ব্যবসা তেমন হচ্ছিল না। তবে শুক্রবার ভালোই লাভ হয়েছে।’
আরেক ফুল ব্যবসায়ী মো. আল আমিন বলেন, সরকারি অফিসগুলো থেকে বেশি ফুলের বেদীর অর্ডার পাচ্ছি। তা ছাড়া বিয়ে উপলক্ষে অনেক গাড়ি সাজানো হয়েছে গেল কয়েকদিনে। ফুল কিনতে আসা তরুণ কল্লোল রায় বলেন, কলেজের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ জানাবো, এজন্য ফুল কিনতে আসছি।