বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তালা ভেঙে হলের ভিতরে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২০ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে প্রথমে মেয়েরা ফজিলাতুন্নেসা হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন, এরপর ছেলেরা আল বেরুনী হলের তালা ভাঙেন।
পরে শিক্ষার্থীরা ফজিলাতুন্নেসা হল, নওয়াব ফয়জুন্নেসা হল, শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল ও জাহানারা ইমাম হলের গেইটের থালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এরকম অনিরাপদভাবে তো আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হল খোলার দাবিও মেনে নিচ্ছে না। তাই আমরা বাধ্য হয়েই তালা ভেঙে হলের ভিতর প্রবেশ করছি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমি শিক্ষার্থীদের এ ধরনের অনৈতিক কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এবং সাবেক প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদ বলেন, এই মুহূর্তে সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় ও হলগুলো খোলার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন অভিপ্রায় নেই। আমরা শিক্ষার্থীদের পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে জাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল ও শিক্ষার্থীদের বিরুদ্ধে বেশকিছু দোকান ভাংচুরের অভিযোগ ওঠে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী হল খুলে দেয়াসহ তিনটি দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।