Home Uncategorized বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে বোমা সদৃশ্য বস্তুসহ যুবককে আটক

বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে বোমা সদৃশ্য বস্তুসহ যুবককে আটক

পুুলিশের সন্দেহ আটক যুবক জঙ্গি গ্রুপের সদস্য হতে পারে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে বোমা সদৃশ্য বস্তুসহ সাইফুল ইসলাম(২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্যারাডাইস জুলেয়ার্সে বোমা নিয়ে ক্রেতা সেজে সে প্রবেশ করে। এ সময় একটি স্বর্ণের চুড়ি নিয়ে পালানোর সময় তাকে পুলিশ আটক করে। পুলিশের সন্দেহ সাইফুল জঙ্গি গ্রুপের সদস্য হতে পারে।

মার্কেটের নিরাপত্তা কর্মীরা জানান, ওই যুবক একটি ব্যাগ নিয়ে প্যারাডাইস জুয়েলার্সে প্রবেশ করে। এ সময় সে স্বর্নের অলঙ্কার দেখতে চায়। এক পর্যায়ে একটি স্বর্ণের বালা( চুড়ি) নিয়ে দৌড়ে পালানোর চেস্টা করে। পরে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। এ সময় ওই যুবক তার কাছে বোমা আছে জানিয়ে তা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়। পরে সবাই ভয় পেয়ে যায়। পুলিশে খবর দেওয়া হলে তাকে মার্কেটের মালিক সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বোমাটি জব্দ করে তা নিস্ক্রীয় করার জন্য বোম ডিস্ফোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। এ ঘটনায় পুরো এলাকা কর্ডন করে পুলিশ।

এ ব্যাপারে পল্টন থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, ওই যুবকের বাড়ি শরিয়তপুরে বলে জানিয়েছে সে। ঢাকায় মিরপুর এলাকায় একটি মেসে থাকতো। তার কাছে একটি বোমা পাওয়া গেছে। এছাড়া একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সে কি উদ্যেশে বোমা নিয়ে মার্কেটে এসেছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র জানায় মতিঝিল বিভাগের পুলিশের উপ কমিশনার নুরুল আমিনের নেতৃত্বে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত সাড়ে ১০ টা পর্যন্ত মার্কেটের ৩ তলায় জুয়েলারী মার্কেট সমিতির কার্যালয়ের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবােদে ওই যুবক দাবী করেছে সে চুরির উদ্যেশে দোকানে ঢুকেছে। ভয় দেখানোর জন্য সে সঙ্গে বোমা রেখেছে। বোমাটি সে রমনা পার্কে বসে তৈরী করেছে। ঢাকায় সে মিরপুর পল্লবীতে একটি মেসে থাতকো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার পর বোমা সদৃশ্য বস্তু নিয়ে সে প্রবেশ করে। তার পরনে ছিল জিন্স প্যান্ট এবং জ্যাকেট। তার মুখে দাড়ি আছে। ওই যুবক নানা রকম তথ্য দিচ্ছে। সে জঙ্গি গ্রুপের সদস্য হতে পারে। এ ঘটনায় পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।