সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ছাড়ার এ নির্দেশনা দেয়া হয়। তবে হলে অবস্থানরত শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ১৯ মার্চ ২০২০ থেকে সরকারি নির্দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও আবাসিক হল বন্ধ রয়েছে। ২০ ফেব্রুয়ারি কিছু শিক্ষার্থী সরকারের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক হলে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, ‘২৪ ঘন্টার মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং গেরুয়া গ্যাং এর বিচার না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস, কোয়ার্টার, প্রক্টর স্যার, ভিসি ম্যামসহ সকল বাসায় তালা মেরে দেয়া হবে।‘
২০ ফেব্রুয়ারি হল খোলার দাবিতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। হল খুলে দেওয়ার ব্যাপারে প্রশাসন রাজি হয়নি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেরাই প্রতিটি হলের তালা ভেঙে ফেলেন। পরে পুনরায় নতুন তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ছাত্রদের আটটি হলে আবারও তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে ছাত্রীদের আটটি হলে এখনও কোনো শিক্ষার্থী অবস্থান করছে না।
এদিকে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা হল খোলার কোনো ঘোষণা না আসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সোমবার সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে।