Home কৃষি ব্রকলি চাষে সুদিন

ব্রকলি চাষে সুদিন


নয়ন দাস

কুড়িগ্রামঃ জেলায় প্রথম ব্রকলি চাষি সেনাবাহিনী থেকে অবসর নেয়া আতাউর রহমান। ২০১৯ সালে শখের বশে ঢাকা থেকে ব্রকলির জাপানী বীজ এনে কুড়িগ্রামের ভোগডাঙ্গার বড়ভিটায় ১২ হাজার টাকায় জমি বর্গা নিয়ে এক বিঘা জমিতে ব্রকলি চাষ করেন তিনি। ওই বছর এক বিঘা জমির ব্রকলি চাষে ২০ হাজার টাকা ব্যয় করে তিনি বিক্রি করেন ৬০ হাজার টাকায়। 
এ বছর তিনি তিন বিঘা জমিতে ব্রকলি চাষ করেছেন। এতে খরচ হয়েছে তার ৩০ হাজার টাকা। নিজে বীজ উৎপাদন করায় এবং চাষ পদ্ধতি রপ্ত হওয়ায় খরচ কমেছে। আগে ঢাকা থেকে বীজ সংগ্রহ করতে হতো আর এখন স্থানীয়ভাবে বীজ ও চারা তৈরি করে অন্যদের কাছে বিক্রি করছেন সাবেক এ সেনাকর্মকর্তা।
 বাজারজাত করছেন জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়েও। গতবছর এক একটি ব্রকলি বিক্রি করেছেন ৩০ থেকে ৩৫ টাকায়। তবে এবছর দাম কিছুটা কমে ২০ টাকা করে বিক্রি করছেন।