Home আইন-আদালত সানমারের কাজ বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

সানমারের কাজ বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর



বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ষোলশহরে অবস্থিত ডানকান পাহাড়ে সানমার প্রপ্রার্টিজের বহুতল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে পাহাড় ও গাছ কাটার দায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে এ নির্মাণ কাজ বন্ধ করা হয় বলে জানায় অধিদপ্তরটি।

স্থানীয়সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি স্ক্যাভেটর ও ডাম্প ট্রাকের মাধ্যমে রাতের বেলা পাহাড় কাটার কাজ করে এবং প্রজেক্টটি বাস্তবায়নের জন্য শতাধিক গাছ ও পাহাড়ের একটা বিশাল অংশ কেটে ফেলে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সানমার প্রপ্রার্টিজ ষোলশহরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পাশে অবস্থিত ডানকান পাহাড় অবৈধভাবে কেটে দুটি বহুতল নির্মাণের কাজ শুরু করে। এসময় এই বহুতল নির্মাণের জায়গার জন্য প্রায় শতাধিক গাছ কেটে ফেলা হয়।

এ অবৈধ নির্মাণ কাজ বন্ধে গেল বছরের ৫ অক্টোবর পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠানটির কাছে নোটিশ পাঠায়। নোটিশে তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হবে না জানতে চাওয়া হয়।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের কাছে প্রজেক্টির ধারণ দেয়াল নির্মাণ কাজের অনুমতির আবেদন করে। প্রতিষ্ঠানটিকে হিল মেনেজম্যান্ট কমিটি থেকে অনুমতি পত্র নিয়ে পরিবেশ অধিদপ্তরে জমা দেওয়ার জন্য গেল বছরের ১০ মার্চ চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর।

কিন্তু প্রতিষ্ঠানটি কোন ধরণের সাড়া না দিলে একই বছরের ৩১ আগস্ট পুনরায় অবগত করে নোটিশ পাঠায় পরিবেশ অধিদপ্তর। কিন্তু অনুমতি পত্র পাওয়ার আগেই অবৈধভাবে পাহাড় ও গাছ কেটে বহুতল নির্মাণের কাজ শুরু করে সানমার প্রপ্রার্টিজ।

পরে সুপ্রিম কোর্টের আইনজীবী সজল মল্লিকের করা এক রিটে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোছাইন মিয়ার বেঞ্চ চলতি মাসের ১ ফেব্রুয়ারি রুল জারির মাধ্যমে অবৈধভাবে পাহাড় ও গাছ কাটার দায়ে সানমার প্রপ্রার্টিজের বহুতল নির্মাণের কাজ তিন মাসের জন্য স্থাগিতাদেশ দেয়।

এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম মেট্রো) পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আমি সানমার প্রপ্রার্টিজের অবৈধভাবে পাহাড় ও গাছ কেটে বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছি।