Home রাজনীতি ১ মার্চ বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচির উদ্বোধন

১ মার্চ বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচির উদ্বোধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আসছে ১ মার্চ নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবে বিএনপি।

বুধবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।

বিএনপির মাসব্যাপী ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২ মার্চ ছাত্র সমাজ কর্তৃক ‘স্বাধীনতার পতাকা উত্তোলন’ শীর্ষক আলোচনা। ৩ মার্চ ছাত্র সমাজ কর্তৃক ‘স্বাধীনতার ইশতেহার পাঠ’ শীর্ষক আলোচনা সভা।

এসময় ড. মোশাররফ জানান, বছরব্যাপী কর্মসূচি হলেও একমাস একমাস করে কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, ঘোষিত কর্মসূচির নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা চেয়ে বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।