বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মিস্টার ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করেছে তাম্মির প্রথম স্বামী রাকিব হাসান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে তাম্মির স্বামী রাকিব হাসান বাদি হয়ে এ মামলা করেন।
আদালতে করা মামলায়, আগের বিয়ে গোপন রেখে ডিভোর্স ছাড়া অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণীতে বলা হয়, তামিমা সুলতানা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মির সাথে রাকিবের বিয়ে হয়। এই দম্পতির আট বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি বিয়ে করেন নাছিরকে। যা ধর্মীয় এবং রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ অবৈধ।
গেল ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে গণমাধ্যমে তাদের বিয়ে করার বিষয়ে সম্পূর্ণ জানতে পারেন।
তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী কন্যা মারাত্মভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।