Home আন্তর্জাতিক ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলবে ২৬ মার্চ

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলবে ২৬ মার্চ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত ২৬ মার্চ চালু হচ্ছে নতুন একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা।

বুধবার (২৪ফেব্রুয়ারি) দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠকের পর ভারতের রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) রবীন্দ্র কুমার ভার্মা গণমাধ্যমকে এ কথা জানান।

এবার ভারত-বাংলাদেশের মধ্যে যোগসূত্র তৈরি হতে চলেছে। রেলপথে জুড়ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা। ২৬ মার্চ থেকেই দুই দেশের মধ্যে শুরু হবে যাত্রীবাহী রেল পরিষেবা। ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিট এই সংবাদ জিানিয়েছে।

প্রতিবেদনে বলা হযেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ট্রেনটি চলবে। নিউ জলপাইগুড়ি থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ট্রেনটি সকাল সাড়ে ৯টায় ছাড়বে। নিউ জলপাইগুড়ি-ঢাকা চলাচল করতে যাওয়া ট্রেনের ভাড়া এখনও ঠিক হয়নি।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি চললে সেখানকার কাস্টমস, ইমিগ্রেশন ব্যবস্থা কি থাকবে, পাশাপাশি কর্মীদের কার্যপদ্ধতি, ট্রেন চলাচলের পরিকাঠামোর উন্নয়ন, কর্মীদের প্রশিক্ষণ নিয়ে দুই দেশের রেলকর্তাদের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা হয়েছে।

গেল বছরের ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে এই রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, এই রেলপথ দিয়েই উত্তরবঙ্গের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মেলবন্ধন ঘটবে।

মঙ্গলবার ভারত ও বাংলাদেশের রেলকর্তাদের মধ্যে বৈঠক শুরু হয়। এই রেলপথ খুব শিগগির চালু করার বিষয়ে একাধিক পদক্ষেপ করা হয়। পণ্যবাহী ট্রেনের যাতায়াতের বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসার একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এতে। তারপর বুধবার ফের এই কর্মকর্তারা যাত্রীবাহী ট্রেন চালু নিয়ে আলোচনা করেন।