Home Uncategorized বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন যেদেশে

বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন যেদেশে

ফ্রান্সে স্যানিটারি প্রোডাক্ট কিনতে আর দাম দিতে হবে না। যে ব্র্যান্ডের বা যত দামের ন্যাপকিনই হোক না কেন, একেবারে বিনামূল্যেই দেবে এই দেশের সরকার। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে সমস্ত স্যানিটারি প্রোডাক্টই পাওয়া যাবে বিনামূল্যে। ঋতুস্রাবের দিনগুলো আর যন্ত্রণার হবে না। স্যানিটারি ন্যাপকিনের বদলে কাপড় বা অস্বাস্থ্যকর কিছু ব্যবহার করতে হবে না প্রত্যান্ত এলাকার মেয়েদের। মহিলাদের স্বাস্থ্যবিধি সুরক্ষিত রাখতে যে কোনও জীবনদায়ী ওষুধের মতো ঋতুকালীন ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিনেরও একই রকম গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে, তাও বোঝানো হবে যত্ন করে।

স্যানিটারি ন্যাপকিনের দাম কমানো বা কর ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে অনেক দেশই। তবে ‘পিরিয়ড পভার্টি’ ঘোচানোর অভিনব উদ্যোগ নিয়েছে ফ্রান্স। দেশের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্যাড, ট্যাম্পন, মেনস্ট্রুয়াল কাপ বা অন্যান্য স্যানিটারি সামগ্রী বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। দেশের সমস্ত কমিউনিটি সেন্টার, ইউথ ক্লাব ও ফার্মাসিগুলিতে স্যানিটারি প্যাড বিনামূল্যেই পাওয়া যাবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতেও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখা হবে।

ফরাসি শিক্ষামন্ত্রী ফ্রেডেরিক ভাইডাল বলেছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে মেশিন রাখা থাকবে। সেখান থেকে স্যানিটারি প্যাড, স্যানিটারি টাওয়েল, ট্যাম্পন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন পড়ুয়ারা। ঋতুকালীন সময়ে স্বাস্থ্য সচেতন থাকার পাঠও দেওয়া হবে ছাত্রছাত্রীদের। তবে শুধু পড়ুয়ারা নন, এ বছর সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত মহিলাদের জন্য স্যানিটারি প্রোডাক্ট বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

Period Poverty: A Persistently Gnawing Issue – Watchdogs Gazette

ফ্রান্স একা নয়, গত বছর নভেম্বরে স্কটল্যান্ডও একই ঘোষণা করে। দেশের সব মহিলার জন্যই স্যানিটারি প্রোডাক্ট বিনামূল্যে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ পার্লামেন্ট। ‘দ্য পিরিয়ড প্রোডাক্টস (ফ্রি প্রভিশন) স্কটল্যান্ড বিল’ আনা হয়েছিল আগেই। জানা গেছে, সেখানে ১১২টি ভোট পড়েছিল এর সপক্ষে। বিপক্ষে ভোট পড়েনি একটিও। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশও একই পথে হেঁটেছে সপ্তাহ দুই আগেই। পিরিয়ড পোভার্টি নিয়ে ক্যাম্পেন চলছে বিশ্বের আরও কয়েকটি দেশে।-সূত্র ইন্টারনেট

,