বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: তৈরি পোশাক শিল্প-কারখানা মালিকদের সন্তানদের সংগঠন বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার অ্যাসোসিয়েশন (বায়লা) শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। ১৬ সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদও গঠিত হয়েছে সংগঠনের।
পোশাক শিল্প মালিকদের সন্তানদের যারা পরিচালনা পর্ষদে আছে তাদের সমন্বয়ে এ সংগঠন। পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর পর বায়লা নতুন আরেকটি সংগঠন । সব তরুণ গার্মেন্টস উদ্যোক্তাকে পর্যায়ক্রমে এর আওতায় আনা হবে।
সংগঠনটির কোষাধ্যক্ষ এমবি নিটওয়্যারের পরিচালক ও বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেমের ছেলে হাসিন আরমান গণমাধ্যমকে এ প্রসঙ্গে বলেছেন, ‘এটিকে সংগঠন না বলে একটি উদ্যোগ বলা যেতে পারে। পোশাক খাতে বর্তমানে আমাদের মতো দ্বিতীয় প্রজন্মও বেশ ভালো ভূমিকা রাখছে। সবাই একত্রিত হতে পারলে এটাকে আরও বাড়ানো যেতে পারে। যাদের হাত ধরে পোশাক খাত আজকের এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাদের পরামর্শেই আমাদের সংগঠন চলবে।’
সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের শেষের দিকে পোশাক খাতের তরুণ উদ্যোক্তারা এ সংগঠন গড়ার উদ্যোগ নেন। অন্যতম উদ্যোক্তা হিসেবে ছিলেন এনভয় গ্রুপের পরিচালক ও বিজিএমইএর সাবেক সভাপতি কুতুব উদ্দীন আহমেদের ছেলে তানভীর আহমেদ, বাংলাদেশ অ্যাপারেলস এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দীন রুবেল, বিজিএমইএর সভাপতি রুবানা হকের ছেলে নাবিদ উল হকসহ বেশকিছু তরুণ উদ্যোক্তা। প্রাথমিকভাবে এ সংগঠনে ৯০ জন সদস্য হয়েছেন। আনুষ্ঠানিকভাবে শনিবার কার্যক্রম শুরুর পর এটি আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে তারা একটি নিজস্ব কার্যালয়ও নেবেন।
সংগঠনের সভাপতি হিসেবে রয়েছেন সায়েম গ্রুপের পরিচালক আবরার হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন ইনডেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল শাহরিয়ার আহমেদ। এছাড়াও সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন ব্রডওয়ে গ্রুপের সাকিব আহমেদ, সহসভাপতি পদে মাহমুদ ডেনিমের রাফি মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফ্যাশন এশিয়ার পরিচালক আকিব জাফরি শরিফ, কোষাধ্যক্ষ এমবি নিটওয়্যারের পরিচালক হাসিন আরমান। পরিচালক হিসেবে রয়েছেন জায়ান্ট টেক্সটাইলের পরিচালক আজফার হাসান, ওনাস গ্রুপের পরিচালক রামিজ খালিদ ইসলাম, টিআরজেড গার্মেন্টসের পরিচালক জারিন রশিদ, নিটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালক এহসান হক, অ্যাস্রোটেক্স গ্রুপের পরিচালক আবরার আলম খান, লিথি গ্রুপের পরিচালক লিথি মুনতাহা মহিউদ্দীন, আনাম গার্মেন্টসের মো. জসিম উদ্দীন এবং বিউটিফুল জ্যাকেটের সুবায়েল সারওয়ার।