বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় দেশ পরিচালনা করছে। যার কারণে প্রতিটি ধর্মের সমান অধিকার নিশ্চিত করে যাচ্ছে।
শুক্রবার (২৬ফেব্রুয়ারি) বিকেলে ড. ধর্মসেন মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। কিন্তু ’৭৫ এর পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক চেতনার পথ হারিয়েছিল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তা পুনরুদ্ধার করে সকল ধর্মের মানুষের কল্যানে কাজ করেছেন। আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি বলেই বাংলাদেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু চট্টগ্রামের পটিয়া উপজেলার ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ ড. ধর্মসেন মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে পটিয়ায় সকল ধর্মের মানুষের আজ মিলন মেলায় পরিণত হয়েছে। যুগে যুগে এমন কিছু মানুষ জন্ম নেয়, যাদের ত্যাগ-তীতিক্ষা, সাধন-ভোজন স্বীয় কর্মকান্ডে নিজকে মৃত্যুর পরও মানুষ স্মরণ করে। তেমনি একজন মহান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. ধর্মসেন মহাস্থবির।
বৌদ্ধদের হাজার বছরের বৌদ্ধ কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাস রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া প্রমুখ।