বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের (জিএসকে বাংলাদেশ লিমিটেড)’ শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৫ বছরের মধ্যে তা সবচেয়ে কম লভ্যাংশ।
২০১৯ সালে কোম্পানিটি ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
রবিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে।
কোম্পানির মুনাফা অর্ধেকে নেমে গেছে । ২০২০ সালে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৫২ কোটি ৯৩ লাখ টাকা। আগের বছরে তা ছিল ৯৮ কোটি ৫৭ লাখ টাকা। মুনাফা কমে যাওয়ায় ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের বার্ষিক লভ্যাংশের পরিমানও কমে গেছে।
করোনার কারণে কাঁচামালের সংকটে পণ্য বিক্রি কমে যাওয়ায় নিট মুনাফা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
২০২০ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ৮১ টাকা ৮৩ পয়সা।
নিট মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, করোনাকালীন কাঁচামাল সংকটের কারণে কোম্পানির পণ্য বিক্রির পরিমাণ কমেছে। এ সময়ে কাঁচামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি শুকনো মিশ্র উপকরণের ওপর কর ১৫ থেকে বেড়ে ২৫ শতাংশ করায় উৎপাদন ব্যয় বেড়েছে।
২০২০ সালের ২৫ জুন জিএসকে বাংলাদেশের উদ্যোক্তা সেটফার্স্ট লিমিটেডের ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার কেনার মাধ্যমে কোম্পানিটি অধিগ্রহণ করে ইউনিলিভার ওভারসিস হোল্ডিংস বি.ভি.। পরে ২ জুলাই জিএসকে বাংলাদেশের নাম পরিবর্তন করে রাখা হয় ইউনিলিভার কনজ্যুমার কেয়ার।