Home Second Lead ৪ জাহাজ চিনি খালাসের অপেক্ষায়

৪ জাহাজ চিনি খালাসের অপেক্ষায়

*৪ জাহাজে দেড়লাখ টন ভোজ্যতেল

*৫৫ হাজার টন ছোলা-মটর দু’জাহাজে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: রমজানের বাজার ধরতে আমদানি করা প্রায় ২ লাখ টন চিনি এবং দেড় লাখ টন ভোজ্যতেল বহির্নোঙরে জাহাজ থেকে খালাসের অপেক্ষায়।

কাস্টম হাউস সূত্রে জানা যায়, মাহে রমজান সামনে রেখে চিনি, ভোজ্যতেল, মটর, ছোলা, খেজুর ইত্যাদি প্রচুর আমদানি হয়েছে ইতিমধ্যে। সেগুলো ব্যবসায়ীদের গুদামে পৌঁছে গেছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, র সুগার নিয়ে ৪টি জাহাজ বহির্নোঙরে রয়েছে। এগুলোতে প্রায় ২ লাখ টন র সুগার রয়েছে। বারবাদোস পতাকাবাহী জাগোরি ৫৮ হাজার টন চিনি নিয়ে পৌঁছেছে ৬ ফেব্রুয়ারি। সেই থেকে খালাসের অপেক্ষায়। এ ছাড়া গত এক সপ্তাহে আরও ৩টি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে  র সুগার নিয়ে।  

৪টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে ভোজ্যতেল খালাসের জন্য। এগুলোতে দেড় লাখ টন ভোজ্যতেল নিয়ে এসেছে। ভিনিজেরাক নামে একটি জাহাজে রয়েছে ১৫ হাজার টন। ৩ ফেব্রুয়ারি এসেছে জাহাজটি। মেঘনা প্রিন্সেসে ৪২ হাজার টন, আইরিনে ৪২ হাজার টন এবং ড্রিম স্কাইয়ে ৪৮ হাজার টন ভোজ্যতেল রয়েছে।

দুটি জাহাজ বহির্নোঙরে অপেক্ষমান ছোলা-মটর নিয়ে। প্রায় ৫৫ হাজার টন পণ্য রয়েছে জাহাজ দু’টিতে।

আর মাস দেড়েক পর শুরু হবে মাহে রমজান। এ সময়ে ইফতার ও সেহেরির উপকরণ হিসেবে প্রয়োজনীয় কয়েকটি পণ্যের চাহিদা বেড়ে যায়। বিশেষত ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, খেজুর ও পেঁয়াজের চাহিদা বছরের অন্য সময়ের তুলনায় দ্বিগুণ বা আরও বেশি বৃদ্ধি পায়। আমদানি নির্ভর এসব পণ্য আনার জন্য রমজানের বেশ আগে থেকে প্রস্তুতি নেয় ট্রেডিং হাউসগুলো।