Home খেলাধুলা ছয় শহরে আইপিএলের ম্যাচ

ছয় শহরে আইপিএলের ম্যাচ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের ছয়টি শহরে বসবে চতুর্দশ আইপিএলের আসর। ছয়টি কেন্দ্রে ম্যাচ হবে।

মুম্বই, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ, দিল্লি ও বেঙ্গালুরু এই শহরগুলিতে ম্যাচ হবে। মুম্বইয়ের ম্যাচের ক্ষেত্রে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকতে পারে। অন্যান্য ভেন্যুতে ৫০ শতাংশ সমর্থককে গ্যালারিতে বসে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হতে পারে। তবে ছ’টি শহরে সফর করা নিয়ে বেশ ধন্দে ফ্র্যাঞ্চাইজিগুলি।

আসন্ন ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ নিয়ে ইতিমধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। জানিয়ে দেওয়া হয়েছে, মার্চের ২৩ মার্চ থেকে শুরু হতে চলা সিরিজ দর্শকশূন্য মাঠেই খেলতে হবে বিরাটদের।

এবার অবশ্য আইপিএলে জৈব সুরক্ষা বলয় থাকছে না। কিন্তু যে মাঠে খেলা হবে, তার জন্য নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে জানিয়ে দেওয়া হয়েছে। মুম্বইয়ের ক্ষেত্রে নিয়ম কঠোর হলেও বাকি কেন্দ্রগুলিতে তেমন কড়া নিয়ম থাকবে না। যদিও বিসিসিআই মারফৎ আভাস দেওয়া হয়েছে, আইপিএল শুরুর আগে প্রতি দলের অধিনায়কদের নিয়ম সম্পর্কে অবহিত করে দিতে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হতে পারে।