Home ব্যাংক-বিমা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

বিজনেসটুডে২৪ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টেকনোলজি ডেভেলপমেন্ট/আপগ্রেডেশন ফান্ড এর আওতায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক রপ্নিতানিমুখি শিল্প প্রতিষ্ঠানের প্রযুক্তিগত আধুনিকায়ন ও উন্নয়ন সাধনকল্পে যন্ত্রাংশ ও প্রযুক্তি ক্রয়ে বাংলাদেশি টাকায় প্রদত্ত মেয়াদী ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক হতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর মহাব্যবস্থাপক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শফিকুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-সংবাদ বিজ্ঞপ্তি।