Home চট্টগ্রাম স্পেশাল সিটিং সার্ভিস সোনার বাংলার উদ্বোধন

স্পেশাল সিটিং সার্ভিস সোনার বাংলার উদ্বোধন


বিজিনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সোনার বাংলা নামের কাউন্টারভিত্তিক বাস সার্ভিস উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

সোমবার (১মার্চ ) সকাল সাড়ে দশটায় নগরীর শাহ্ আমানত ব্রিজ সংলগ্ন সোনার বাংলা বাস কাউন্টারের এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র  বলেন, নগরীতে যাত্রী সেবা নিশ্চিতে কাউন্টারভিত্তিক স্পেশাল বাস সার্ভিস ‘সোনার বাংলা’ আজ থেকে সড়কে নামছে। যাত্রীদের সেবা নিশ্চিতে এ সার্ভিসটি অগ্রনী ভূমিকা রাখবে। যাত্রীরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে পরিবহন সংগঠনগুলোকে খেয়াল রাখতে হবে। 


চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, সোনার বাংলা মেট্রো প্রভাতীর মত সার্ভিস দিবে নগরীতে। শাহ আমানত সেতু থেকে সিটি গেট পর্যন্ত সাড়ে ১৭ কিলোমিটারের দূরত্বের পথ অতিক্রম করতে  টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩ টাকা। বিভিন্ন জায়গায় ১৮টি কাউন্টার ও ৩০টি বাস এ রুটের যাত্রীদের প্রতিনিয়ত সেবা প্রদান করবে। শুক্রবার ছাড়া বাকি ছয়দিন এই সার্ভিসটি চলাচল করবে।