বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আবার দর পতন সোনার বাজারে। নতুন করে আবার দাম পড়েছে।
আজ বুধবার থেকে ২২ ক্যারেটে সোনার দাম ৭১ হাজার ১৫০ টাকা ভরি। ২১ ক্যারেট ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকায়।
বিয়ের মরশুমে সোনার দামের এই দর রীতিমতো উৎসাহ যুগিয়েছে স্বর্ণগয়না বিক্রেতাদের। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়।
সর্বশেষ গত ১৩ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় দুই হাজার টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এ নিয়ে চলতি বছর টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমলো।
তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।