মুম্বই: পর্যাপ্ত ককপিট ক্রু,এয়ারক্রাফ্ট-এর অভাবে গো-এয়ার বাতিল করল ১৮টি উড়ান যারফলে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, পাটনা সহ বিভিন্ন শহর থেকে উড়ান বাতিল হয়েছে ৷ এই বাজেট উড়ান সংস্থাটিতে মূলত A320 নিও প্লেন-এ ইঞ্জিন গ্লিচ-এর অভাবের চালানোর মতো উড়ানের অভাব রয়েছে বলে সূত্রের খবর৷ সোমবার এরই জেরে গো-ওয়ার ১৮টি উড়ান বাতিল করেছে – মুম্বই, গোয়া, বেঙ্গালুরু, দিল্লি, শ্রীনগর , জম্মু, পাটনা, ইন্দোর এবং কলকাতা৷ এই বাতিলের কারণ হল হল এয়ারক্রাফ্ট এবং ক্রু-এর অভাব৷
.
গো-এয়ার যদিও বিবৃতিতে জানিয়েছে, হল নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের পাশাপাশি কাজের ডিউটি নিয়ে ক্রু-দের প্রতিবাদের জেরে পরিষেবা ব্যহত হয়েছে ৷ তবে সোমবার কত উড়ান বাতিল হয়েছে তা নিদিষ্ট ভাবে জানায়নি৷ এভাবে দুম করে উড়ান বাতিলের জেরে যাত্রীরা অসুবিধায় পড়েছে ৷ যেমন এক যাত্রী টুইট করে জানিয়েছেন, গো-এয়ার রাত একটা৪৩ মিনিটে তাঁকে জানায় আজকের সকালের চারটে৫৫মিনিটের উড়ান বাতিল……..বলা হয় ২৪ঘন্টা মধ্যে যোগাযোগ করা হচ্ছে ৷ কিন্তু ততক্ষণ কি করবে সেই প্রশ্ন করেছে ওই যাত্রী টুইটে ৷ এদিকে হেল্প লাইন কোনও কাজ করছে না বলে তিনি জানিয়েছেন৷
এদিকে এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে , যাত্রীদের অসুবিধা দূর করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ বিকল্প উড়ানের ব্যবস্থা করা হচ্ছে যাতে হয়রানি সবচেয়ে কম হয় ৷ অসুবিধায় পড়া যাত্রীদের জন্য বিনামূল্য টিকিট বাতিল এবং রি-বুকিং করা যাবে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ৷