বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) ‘এর আসন্ন নির্বাচনে ২৪ পরিচালক পদের বিপরীতে ৬৬ জন মনোনয়ন পত্র পেশ করেছেন।
সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী, ভাইস-চেয়ারম্যান সফিকুল আলম ( জুয়েল ) এবং বর্তমান ও সাবেক পরিচালকদের পাশাপাশি নতুনরাও রয়েছেন এদের মধ্যে।
আজ বুধবার ছিল মনোনয়নপত্র পেশের শেষদিন। বিপুল উদ্দীপনার সাথে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। ইতিপূর্বেও কেউ কেউ জমা দিয়েছেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, অর্ডিনারি গ্রুপে ১৬ পরিচালক পদের বিপরীতে ৪৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসোসিয়েট গ্রুপে ৮ পরিচালক পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা হয়েছে ২১ টি।
নির্বাচন বোর্ডে শনিবার ( ৬ মার্চ ) মনোনয়ন পত্র বাছাই করবে। ৯ মার্চ বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বৈধ প্রার্থীদের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ মার্চ।
২৮ মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।
চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সরওয়ার-এর নেতৃত্বে একটি গ্রুপ এবং সৈয়দ মোহাম্মদ আরিফ-এর নেতৃত্বে আর একটি গ্রুপ সক্রিয় রয়েছে তপসিল ঘোষণার পর থেকে। তবে, তাদের কেউ এখনও প্যানেল ঘোষণা করেননি।
শাহেদ সরওয়ার সমর্থিত ২৬ জন অর্ডিনারি গ্রুপে এবং ১১ জন এসোসিয়েট গ্রুপে মনোনয়ন পত্র পেশ করেছেন।
অপরদিকে, সৈয়দ আরিফ সমর্থিত ১৯ জন অর্ডিনারিতে এবং ১০ জন এসোসিয়েট গ্রুপে মনোনয়নপত্র দিয়েছেন।
কৌশলগত কারণে এখনও প্যানেল ঘোষণা করেননি দুই দলনেতার কেউই এবং তাদের সমর্থিতরা অধিক সংখ্যায় মনোনয়নপত্র পেশ করেছেন। বাতিল হওয়া, প্রেসিডিয়ামে স্থান পাওয়া নিয়ে বিরোধে শেষ সময়ে এসে ‘ডিগবাজি’ খাওয়ার সম্ভাবনায় প্যানেল ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হবে পরবর্তীতে যথাসময়ে।
ভোট গ্রহণ করা হবে আগামী ৪ এপ্রিল। মোট ভোটার ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২।