বিজনেসটুডে২৪ প্রতিনিধি
হিলি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হয়েছে তেঁতুলের বিচি। শনিবার বিকেলে তেঁতুল বিচি বোঝাই তিনটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করেছে।
শনিবার (০৬ মার্চ) বিকেলে ভারত থেকে চট্টগ্রামের উজ্জ্বল শাহ নামের এক আমদানিকারক এইসব তেঁতুল বিচি আমদানি করেছেন।
তেঁতুল বিচি আমদানির বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, দেশে কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারের দাম ভালো রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়েছে।