Home জাতীয় শুল্ক ও কর‘ই-পেমেন্ট বাধ্যতামূলক

শুল্ক ও কর‘ই-পেমেন্ট বাধ্যতামূলক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আমদানি, রপ্তানিতে পণ্য চালানের বিপরীতে দুই লাখ টাকার শুল্ক ও কর পরিশোধে ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্ট বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৭ মার্চ) রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এছাড়া ২০২২ সালের জানুয়ারি থেকে সব পরিমাণ শুল্ক ও কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সংস্থাটি।

তবে কাস্টমস হাউস আইসিডি কমলাপুরকে সামনের এপ্রিল থেকে পণ্য আমদানি ও রপ্তানিতে পরিশোধযোগ্য সব শুল্ক ও কর ই-পেমেন্টে নিতে বলেছে বলেছে রাজস্ব বোর্ড।

রাজস্ব বোর্ডের কাস্টমস, নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়।