বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রায়পুর: নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত টুর্নামেন্ট সিরিজে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ লিজেন্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা লিজেন্ডস।
আগের দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশের লিজেন্ডসরা। এই দুই হারে বাংলাদেশের অবস্থান তলানিতে রয়েছে। আর লঙ্কানরা সবগুলো ম্যাচে জয় পায়।
প্রথম ম্যাচে বাংলাদেশ লিজেন্ডসদের দেওয়া ১১০ রানের লক্ষ্যে নেমে ভারত তখন মাত্র ৪ রান দূরে। এ ম্যাচ নিয়ে পরিকল্পনা করার কোনো কারণ নেই। লিজেন্ডদের খেলায় ভারতীয় দুই কিংবদন্তি যেন খেলোয়াড়ি জীবনকে ফিরে পেয়েছিলেন। ৫৯ বল হাতে রেখে ১০ উইকেটে ম্যাচ জিতেছে ভারতের লিজেন্ডস। এদিকে ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে পুরো ২০ ওভার ব্যাটিং করে মাত্র ১১৩ রান তুলতে পেরেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। যা টপকাতে ১৪ ওভার লেগেছে ইংলিশদের, উইকেট গেছে তিনটি। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত এই টুর্নামেন্টে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ লিজেন্ডস ও ইংল্যান্ড লিজেন্ডস। এছাড়া বাকি দলগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে করোনা মহামারির কারণে টুর্নামেন্টে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।
সাবেক অধিনায়ক সুজন ছাড়াও বাংলাদেশ দলে আরও আছেন- মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান, মোহাম্মদ শরিফ, আলমগীর কবির। এই টুর্নামেন্টে খেলবেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা।
আসছে ৫ মার্চ থেকে শুরু হয় ১৭ দিনের এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।