ভারতের বেঙ্গালুরুতে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম ই-স্কুটার কারখানা।
প্রায় ৫০০ একর জমির ওপর তৈরি হবে কারখানাটি।
ই-স্কুটার প্রস্তুতকারক সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল আশা করেছেন আগামী ১২ সপ্তাহের মধ্যেই কারখানাটি তৈরি হয়ে যাবে।
বেঙ্গালুরু শহর থেকে মাত্র আড়াই ঘণ্টা যাত্রাপথের দূরত্বে ৫০০ একর জমির ওপর তৈরি হতে চলছে ওই কারখানাটি। প্রায় ৩৩ কোটি মার্কিন ডলার ব্যয়ে ওই কারখানাটি নির্মান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাঁর সংস্থা বলেই আশ করছেন সংস্থার কর্ণধার।
-বিজনেসটুডে২৪ ডেস্ক