Home করোনা আপডেট করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনার টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বুধবার বিকেলে বঙ্গভবনে তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন।

বুধবার (১০মার্চ) ষ্ট্রপতি কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন। এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন। এসময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনার টিকা নেয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এর আগে ৪ মার্চ বিকেলে গণভবনে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা টিকা নেন।

গেল ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করেছে সরকার। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইতোমধ্যে দেশের ৪০ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন।