Home আন্তর্জাতিক চাকরি ছেড়ে আন্দোলনে মিয়ানমারের পুলিশ

চাকরি ছেড়ে আন্দোলনে মিয়ানমারের পুলিশ

বিজনেসটুডে২৪ ডেস্ক

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা-কর্মচারিরা জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে অসহযোগ আন্দোলন শুরু করেছে তাতে এ পর্যন্ত ছয় শতাধিক পুলিশ সদস্য যোগ দিয়েছেন।

বুধবার (১০ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরাবতীর ওই প্রতিবেদনে বলা হচ্ছে, গেল ফেব্রুুয়ারির শেষদিক থেকে জান্তা সরকার বিক্ষোভকারীদের দমনে সহিংস দমনাভিযানের পথ বেছে নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে পদত্যাগের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), পর্যটন পুলিশ এবং পুলিশের প্রশিক্ষণ শাখার কর্মকর্তারা সামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের দায়িত্ব ছেড়েছেন।

সর্বশেষ হিসাব অনুযায়ী গেল বৃহস্পতিবার পর্যন্ত মিয়ানমার পুলিশের বিভিন্ন শাখার পাঁচ শতাধিক কর্মকর্তা ও সদস্য অভ্যুত্থানবিরোধী অবস্থান নিয়ে অসহযোগ আন্দোলনে (সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট) যোগ দেন।

পরে শুক্রবার অভ্যুত্থানবিরোধী অবস্থান নিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন আরও শতাধিক পুলিশ। ধীরে ধীরে এ সংখ্যা বাড়ছে।